এবিএনএ : ফ্রান্সে ফাস্ট ফুড রেস্তরাঁর বহুজাতিক কোম্পানি ম্যাকডোনাল্ডের একটি শাখায় বিস্ফোরণ হয়েছে।
বৃহস্পতিবার গ্রেয়োবল শহরে ম্যাকডোনাল্ডের শাখায় বিস্ফোরণের খবর ফরাসি গণমাধ্যমে প্রকাশিত হলেও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। তবে ওই রেস্তরাঁর আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। তদন্ত চলছে।
বিস্ফোরণের আগে ম্যাকডোনাল্ডের ওই শাখার টয়লেটে একটি বিস্ফোরক ডিভাইস শনাক্ত হয়।
বৃহস্পতিবার দুপুরের কিছু আগে কথিত এ বিস্ফোরণ হয়। ম্যাকডোনাল্ড শাখার ওই ভবনের নিচতলার লোকজন দ্বিতীয়তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং তারা পুলিশকে খবর দেন।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি বোমা নিষ্ক্রিয়কারীদল পৌঁছেছে।
Share this content: