তথ্য প্রযুক্তিলিড নিউজ

বাংলাদেশের টেলিকম খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র

এবিএনএ: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে আগারগাওস্থ আইসিটি টাওয়ার দপ্তরে সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এসময় তারা দু’দেশের পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন্ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বার্নিকাট বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আসন্ন আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। বার্নিকাট সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের সম্পর্কে মন্ত্রীর কাছে অবহিত হন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার বিস্তারিত উল্লেখ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য এবং জাতির বৃহত্তর স্বার্থে প্রণয়ন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার যুগান্তরকে জানিয়েছেন, বার্নিকাট মন্ত্রীর কাছে আইনটি সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়ার পর সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ ও আমেরিকান অ্যাম্বাসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button