আন্তর্জাতিকলিড নিউজ

ফ্রান্সে অ্যাসিড হামলার শিকার ৪ মার্কিন ছাত্রী

এবিএনএ : এবার ফ্রান্সে অ্যাসিড হামলার শিকার চার ছাত্রী। ট্রেনে ওঠার মুহূর্তে ৪ মার্কিন ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে ৪১ বছরের এক নারী। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ফ্রান্সের মার্সাইয়ের সেইন্ট চার্লস স্টেশনে ঘটনাটি ঘটে। বস্টন কলেজের ওই ছাত্রীদের নাম কোর্নি সিলভারিং, শার্লট কওফম্যান, মিশেল কুর্গ এবং কেলসি কোস্টেন। বস্টন কলেজের আন্তর্জাতিক বিষয়ের ডিরেক্টর নিক গজিক তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ বলেছে, আক্রান্তকারী নারী নিজের অ্যাসিডে পুড়ে যাওয়ার ছবিও পুলিশকে দেখিয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন। এর সঙ্গে সন্ত্রাসবাদী হামলার যোগাযোগ নেই। সাফাই করার হাইড্রোলিক অ্যাসিড ব্যবহার করেছিল আক্রান্তকারী। আক্রান্ত ছাত্রীরা মার্সাই হাসপাতালে চিকিৎসাধীন। দু’‌জনের মুখে এবং দু’‌জনের পায়ে অ্যাসিড লেগেছে। তবে ছাত্রীদের কারও আঘাতই গুরুতর নয় বলে

আমেরিকায় তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ফ্রান্স সরকার পুরো ঘটনায় নজর রাখছে। প্যারিসে মার্কিন দূতাবাসে খবর দেওয়া হয়েছে।  চার ছাত্রীরই বয়স ২০ বছরের আশপাশে। তিনজন প্যারিসের অ্যাব্রড প্রোগ্রাম নিয়ে এবং একজন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পড়াশুনা করেন।

Share this content:

Back to top button