ফ্রান্সের প্রস্তাবেও ভেটো দেবে রাশিয়া

এবিএনএ : রাশিয়া বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা ফ্রান্সের প্রস্তাব তারা সমর্থন করবে না বরং তাতে ভেটো দেবে। ফ্রান্সের আনা এ প্রস্তাবে বলা হয়েছে, সিরিয়ার আলেপ্পো শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি দেখভাল করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন করতে হবে এবং যারা থেকে যাচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে।
প্রস্তাব সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, “আমরা এ প্রস্তাব সমর্থন করতে পারি না, আমরা এ প্রস্তাব পাস হতে দিতে পারি না কারণ এটা একটা বিপর্যয়।” তিনি জানিয়েছেন, পর্যবেক্ষণ প্রক্রিয়া দেখভাল করার জন্য মস্কো তার নিজের প্রস্তাব পেশ করবে তবে সে প্রস্তাবে কী থাকবে তা নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি। চুরকিন বলেছেন, একই লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া এ প্রস্তাব আনবে।
কূটনীতিকরা বলছেন, গতকাল রোববার এক রুদ্ধদ্বার বৈঠকে আলেপ্পোর মানবিক সংকট তুলে ধরে রাশিয়া একটি খসড়া প্রস্তাব বিতরণ করেছে। এতে বলা হয়েছে- আলেপ্পোয় অবশিষ্ট বেসামরিক নাগরিকদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘকে ব্যবস্থা নিতে হবে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন সম্পর্কে কিছু বলা হয় নি। গতকাল আরো পরে এ দুটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।
Share this content: