জাতীয়বাংলাদেশলিড নিউজ

ফেসবুকে ‘বাংলাদেশ ডেস্ক’ চাইবে সরকার

এবিএনএ : ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের জন্য আলাদা একটি ডেস্ক খোলার দাবি জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ৩০ মার্চ সিঙ্গাপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তারানা হালিম বলেন, ওই ডেস্কের কাজ হবে বাংলাদেশের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব পর্যালোচনা করে দেখা। পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের মতো তাদের নিজস্ব সংস্কৃতি বা ধর্মীয় দিক বিবেচনা করে পৃথক ধারা সংযোজনেরও প্রস্তাব রাখা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমকে মৌলবাদ ও জঙ্গিবাদ উত্থানের একটি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে পেশায় এই আইনজীবী বলেন, অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিবাদের বিস্তার হচ্ছে। এ বিষয়ও আলোচনায় আসবে ওই বৈঠকে।
সম্প্রতি রাজধানী ঢাকায় ১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের পক্ষে ফেসবুকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়। কিন্তু তাতে রাজি হয়নি ফেসবুক কর্তৃপক্ষ। একই সঙ্গে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে পুলিশ অনুরোধ জানায়। সে বিষয়ে বৈঠক করে পরে সিদ্ধান্ত জানাবে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক জানায়, পুলিশের কাছ থেকে নিয়মিত বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে তাদের আগ্রহ আছে। সমস্যাগুলোর বিষয়ে নিয়মিত জানালে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।
ফেসবুকে ছবি দিয়ে যে নাশকতা চালানো হয়- এমন সমস্যার কথা বাংলাদেশ ছাড়া আর কোথাও থেকে শোনেনি বলেও জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

Share this content:

Related Articles

Back to top button