ফের হোয়াইট হাউসের আমন্ত্রণ পাচ্ছেন মোদি

এ বি এন এ : প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ৭ জুন হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবেন। দুই নেতা বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট জানান, মোদির এই সফরকালে ‘২০১৫ সালের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্কের গভীরতা তুলে ধরা হবে। আমাদের জলবায়ু পরিবর্তন ও দূষণমুক্ত জ্বালানি অংশীদারিত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অগ্রাধিকারের বিষয়ে অগ্রগতি নিয়ে প্রেসিডেন্ট আলোচনার অপেক্ষায় রয়েছেন।’
উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে মোদির হিন্দুত্ববাদী দল বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর থেকে হোয়াইট হাউসে তার এটি হবে দ্বিতীয় সফর। মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানালেও ২০১৪ সালের নির্বাচনে তিনি জয়লাভ করায় ওয়াশিংটন তার ব্যাপারে নাটকীয়ভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনে এবং তাকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানায়। উল্লেখ্য, ভারতে মুসলিম বিরোধী দাঙ্গায় শত শত লোক নিহত হওয়ার সময় মোদি তার জন্মভূমি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
Share this content: