বিনোদনলিড নিউজ

ফের সুজানকেই বিয়ে করছেন হৃতিক!

এবিএনএ: বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে সুজান খানের বিচ্ছেদের পর সময় গড়িয়েছে অনেকটা। অন্য সবার ক্ষেত্রে ভেঙে যাওয়া দাম্পত্য সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ ফিকে হতে হতে শূন্যে মিলিয়ে গেলেও হৃতিক-সুজানের ক্ষেত্রে তেমনটা হয়নি। তাদের মধ্যে বজায় ছিল দারুণ বন্ধুত্ব। দুই ছেলে রেহান ও হৃধান যেন বাবা-মা’র স্নেহের পরশ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সচেতন ছিলেন দুজনই। প্রায়ই দুই ছেলের সঙ্গে সময় কাটাতে একত্রে দেখা যেত তাদের। অবশেষে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হতে চলেছে। পুরনো সিদ্ধান্তকে বদলে আবারও একছাদের তলায় সংসার পাততে আগ্রহী দুজনই। দুই সন্তানের কথা মাথায় রেখেই তারা এমনটা ভাবছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বর্তমানে ভক্ত থেকে শুরু করে বলিউড দুনিয়ারও সবারই চাওয়া ভাঙা সম্পর্ক জোড়া লাগুক হৃতিক-সুজানের। তাদের বাল্যপ্রেমের সম্পর্কটা টিকে থাকুক সারাজীবন।

Share this content:

Related Articles

Back to top button