অর্থ বাণিজ্যবাংলাদেশলিড নিউজ

ফের বাড়ল স্বর্ণের দাম

এবিএনএ : দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ল এক হাজার ৫১৬ টাকা। রোববার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৮ টাকা দরে। গত ২৮ জুলাই থেকে এ মানের প্রতিভরি স্বর্ণ ৪৭ হাজার ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ভরিতে এ মানের স্বর্ণের দাম বাড়ছে ১ হাজার ৫২৬ টাকা।
২২ ক্যারেটের পাশাপাশি দাম বাড়ছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণেরও। বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৫ হাজার ১৯৮  টাকা থেকে এক হাজার ২৮৪ টাকা বেড়ে বিক্রি হবে ৪৬ হাজার ৪৮০ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ ১ হাজার ১৬৬ টাকা বেড়ে ভরি প্রতি বিক্রি হবে ৪০ হাজার ৮২৫ টাকা দরে। অন্যদিকে, সনাতন স্বর্ণ ভরিপ্রতি ২৫ হাজার ৬৬১ টাকা থেকে ৫৮৩ টাকা বেড়ে বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়। এদিকে, সব ধরনের স্বর্ণের দর বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে দেশে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকা দরে।

Share this content:

Back to top button