এবিএনএ : ফের প্রকাশ্যে এল কিম কার্দাশিয়ানের ব্যক্তিগত মুহূর্তের ছবি। সম্প্রতি ৩৬বছর বয়সী এই সেলেব্রিটি ইনস্টাগ্রামে তাঁর ছবি শেয়ার করেছেন। বাড়িতে বসেই একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি তিনি শেয়ার করেন। যেখানে তিনি একেবারে নিজের খেয়ালে রয়েছেন এবং চা খেতে দেখা গেছে তাঁকে।
হালকা মেক আপে ছবিটিতে কিমকে অসাধারণ সুন্দরী লাগছিল। আর এই ছবিটিতে তিনি পড়েছিলেন তাঁর স্বামী কেনি ওয়েস্টের ক্যালাবেসাস অ্যাডিডাসের ট্র্যাক প্যান্টস আর সঙ্গে একটি সাদা রংয়ের টি-শার্ট। এই ছবির পাশাপাশিই তিনি আরও বেশ কিছু ছবিও আপলোড করেন যেখানে তাঁর একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত দেখা গেছে। যেখানে তিনি নিজের খেয়ালে নাচ করছিলেন।
তবে শুধু কিমই নন, তাঁর বোন কার্টনিও যথেষ্ট অ্যাক্টিভ সোশ্যাল সাইটগুলিতে। তাঁর পার্টির ছবি এবং ঘুরতে যাওয়ার ভিডিও সে প্রতিনিয়তই স্ন্যাপচ্যাটে আপলোড করেন। বেশ কিছুদিন আগে কিম তাঁর নিজের ইনস্টাগ্রামে কেইলির লেটেস্ট বেশ কিছু নতুন কসমেটিক্সের ফটো শেয়ার করেছিলেন।