খেলাধুলা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উইলিয়ামস বোনেরা

এবিএনএ : অস্ট্রেলিয়ান ওপেনের নারীদের এককে ফাইনালে পৌঁছে গেছেন দুই বোন ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস।
ফলে ২০০৯ সালের পর আবারও কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকারা। এর আগে সর্বশেষ ২০০৯ সালে উম্বলডনের ফাইনালে দেখা গিয়েছিল দুই বোনের দ্বৈরথ। সেবার বড় বোন ভেনাসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সেরেনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বদেশি প্রতিপক্ষ কোকো ভেন্ডিওয়েঘের কাছে প্রথম সেটটি টাইব্রেকারে হেরেই বসেন ৩৬ বছর বয়সী ভেনাস। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অনায়াসেই জিতে নেন দ্বিতীয় ও তৃতীয় সেট। শেষ পর্যন্ত ভেন্ডিওয়েঘকে ৬-৭ (৩), ৬-২ ও ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যান বড় উইলিয়ামস।

ফাইনালে জায়গা পেতে বড় বোনকে কিছুটা বেগ পেতে হলেও ছোট বোন সেরেনার কাছে পাত্তাই পাননি ক্রোয়েশিয়ার মিরজানা লুসিস-ব্যারোনি। সেমিফাইনালে ব্যারোনিকে সরাসরি ৬-২ ও ৬-১ সেটে হারিয়ে ‘অল উইলিয়ামস’ ফাইনালের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন ৩৫ বছর বয়সী সেরেনা। আগামী শনিবার অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবেন দুই বোন। সেরেনা উইলিয়ামস ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। অন্যদিকে বড় বোন ভেনাস উইলিয়ামস মেজর টাইটেল জিতেছেন সাতটি। এই সাতটির মধ্যে পাঁচটি উইম্বলডন আর দুটি ইউএস ওপেন। ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেললেও ভেনাস কখনও শিরোপা জিততে পারেননি। সেরেনা উইলিয়ামসের সঙ্গে সর্বশেষ উইম্বলডন ফাইনালে ভেনাসের দেখা হয়েছিল। টেনিসে গ্র্যান্ডস্লাম ফাইনালে দুই বোন মুখোমুখি হয়েছেন আটবার। এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নবমবারের মতো ‘অল উইলিয়ামস’ ফাইনালের নজির গড়তে যাচ্ছেন তারা। এবার অস্ট্রেলিয়ান ওপেনে এখন পর্যন্ত কোনো সেট হারেননি সেরেনা। কাজেই ফর্মের বিচারে ফাইনালে তিনিই এগিয়ে থাকছেন। সূত্র: অস্ট্রেলিয়ান ওপেনের ওয়েবসাইট

Share this content:

Related Articles

Back to top button