এবিএনএ : ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে “ভালবাসা অবিরাম” প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী ছাগলনাইয়াস্থ রুমানা চৌধুরী শিশু আশ্রমের শিশুদের সাথে দিনব্যাপী আনন্দ আয়োজন ও ভালোবাসা দিবস উদযাপন করেছে তরুণ উদ্যেক্তা জিয়াউল হক রিয়াদ। উক্ত আয়োজনে শিশুদের দুপুরের খাবার, নাস্তা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। নিষাদ আদনানের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা প্রবাসী সাহাব উদ্দিন, কাউছার, রিগান, নীলা, কানিজ ফাতেমা, সামিয়া, আশিক সহ আরও অনেকে। এতে আশ্রমের পরিচালক জাফর আশ্রম সম্পর্কে নানা বিষয়ে আয়োজনকারীদের অবগত করেন। এ সময় উদ্যেক্তা রিয়াদ উক্ত কাজের জন্য সহযোগিতা করার জন্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে এ ধরনের কাজ চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন।