
এবিএনএ : ফিলিস্তিন কর্তৃপক্ষকে বার্ষিক ৩০ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি এ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ সহিংস অপরাধে অর্থ দেওয়া বন্ধ না করা পর্যন্ত তাদের জন্য এ অনুদান বন্ধ রাখা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে বিলটি ১৭-৪ ভোটে পাস হয়। বিলটির নাম দেওয়া হয়েছে ‘টেলর ফোর্স অ্যাক্ট’। এখন এটি সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হলে আইনে পরিণত হবে।
গত বছর ইসরাইল সফরকালে এক মার্কিন সেনা এক ফিলিস্তিনির ছুরিকাঘাতের শিকার হন। ওই হামলাকারী পরে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনে অনুদান বন্ধের এ পদক্ষেপ এল। সিনেট কমিটির রিপাবলিকান দলের চেয়ারম্যান বব ক্রকার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিলটি পাস হলে সরকারের মদদে নিরপরাধ কোনও ব্যক্তিকে হত্যার মতো কার্যক্রম বন্ধ হবে বলে আশা করা যায়।’
Share this content: