জাতীয়বাংলাদেশলিড নিউজ

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

এ বি এন এ : রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে পাওয়ার সেলের মহাপরিচালক নওয়াজ মোহাম্মদ হোসাইন পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র উপস্থাপনা করেন। প্রকল্প এলাকায় ৫ লাখ বৃক্ষরোপন করা হবে বলে জানান। তিনি বলেন, কয়লা পরিবহনে পরিবেশ বিপন্ন হবে বলে অনেকেই বলছেন। তবে এ বিষয়টির যুক্তি খণ্ডন করে তিনি বলেন, ঢাকনাযুক্ত জাহাজ ব্যবহার করে কয়লা পরিবহন করা হবে বিধায় কয়লা থেকে দূষণ হবে না। নানা অভিযোগ ও আন্দোলন সত্ত্বেও সরকার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তে অটল রয়েছে। আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সব অভিযোগের জবাব দেয়ার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা ও যুক্তি তুলে ধরবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ১২ জুলাই দু’শ কোটি ডলারেরও বেশি ব্যয়ে রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড।

Share this content:

Related Articles

Back to top button