আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ

আমিও সাংবাদিক ছিলাম: প্রধান বিচারপতি

এবিএনএ : নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একসময় সাংবাদিক ছিলেন বলে জানিয়েছেন তিনি নিজেই। সোমবার দুপুরে আইন, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় কয়েকজন নারী সাংবাদিকের উপস্থিতি দেখে প্রধান বিচারপতি বলেন, আমিও এক সময় সাংবাদিক ছিলাম। এখন সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আসছে। এটা খুব ভালো দিক।

ল রিপোর্টার্স ফোরামের নেতারা তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলে প্রধান বিচারপতি সাংবাদিকদের আশ্বস্ত করেন। এসময় প্রধান বিচারপতির খাস কামরায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম-সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন ও মেহেদী হাসান ডালিমসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী থাকাকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আইন বিষয়ক প্রতিবেদক ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button