বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘ফরহাদ মজহার নিখোঁজের বিষয়ে কোন মন্তব্য করতে চাই না’

এবিএনএ : লেখক, কবি, বুদ্ধিজীবী ও কলামিস্ট ফরহাদ মজহার নিখোঁজের পর উদ্ধারে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের আগে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। বিএনপি তো কত কথাই বলে। নির্বাচনকে সামনে রেখে বিএনপির একেক নেতা একেক রকম কথা বলে। তারা বিভিন্ন সময় অন্ধকারে ঢিল ছোঁড়ে।’
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা সেতুর কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, ‘আমরা বিএনপির মত অন্ধকারে ঢিল ছুঁড়বো না। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর ৮ জুলাই দলের ওয়ার্কিং কমিটির সভায় এবং পরদিন ৯ জুলাই সংসদ অধিবেশনে এ বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর এ বিষয়ে মন্তব্য করতে হবে।’
সেতুমন্ত্রী দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেতুর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, ম্যানেজার জেন্তা তেবাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this content:

Related Articles

Back to top button