আন্তর্জাতিক
প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন বান কি মুন

এবিএনএ : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বান কি মুন প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। শনিবার বিবিসির প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে।
চলতি ডিসেম্বরের শেষে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন শেষ করবেন বান কি মুন। মহাসচিব হিসেবে তার শেষ সংবাদ সম্মেলন তিনি বলেছেন, কিছু সময় বিশ্রাম নেয়ার পর তিনি দক্ষিণ কোরিয়ায় ফিরে যাবেন এবং দেশকে নিজের সর্বোচ্চ জায়গা থেকে সহায়তা করবেন।
আগামী বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তবে বর্তমান প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিশংসনের পক্ষের ভোট চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর দুই মাসের মধ্যে নির্বাচনের প্রয়োজন পড়তে পারে।
এমন সময়ই বান কি মুন দেশে ফিরে যাওয়ার কথা জানিয়ে দেশকে সাহায্য করার ইচ্ছার কথা জানালেন। এক বন্ধুকে লাভবান করতে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে পার্ক জিউন হাইয়ের বিরুদ্ধে।
Share this content: