বিনোদনলিড নিউজ

প্রেম-পিরিতের ছন্দে শাকিব-ফারিয়া (ভিডিও)

এবিএনএ: প্রেম-পিরিতের ছন্দে মেতেছেন বাংলা ছবির সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া। আর তাদের এই ছন্দের রোমান্স দেখছেন লাখ লাখ দর্শক। গতকাল সোমবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘শাহেনশাহ’ ছবির গান ‘রসিক আমার’। এরই মধ্যে গানটি দেখেছেন ৭ লাখেরও বেশি দর্শক।

‘প্রেম পিরিতের ছন্দে ময়না/ এমনই কোমর দুলাইছে/ রসিক আমার/ মন বাধিয়া পিঞ্জর বানাইছে’ কথার এই গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর-সংগীত করেছেন কলকতার স্যাভি। গানটি গেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী কনা ও কলকাতার স্যাভি। এর কোরিওগ্রাফি করেছেন কলকাতার বাবা যাদব।

‘রসিক আমার’ গানের ভিডিওতে শাকিব ও ফারিয়াকে দলীয় নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। গানের সঙ্গে দুজনের রোমান্টিক ভঙ্গি দর্শকদের দৃষ্টি কেড়েছে। ‘শাহেনশাহ’ ছবির নির্মাতা শামীম আহমেদ রনি জানান, ছবির গানটি এরই মধ্যে ইউটিউবে ঝড় তুলেছে। সবাই এর প্রশংসা করছেন।

‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেধেছেন চিত্রনায়ক শাকিব খান ও নুসরাত ফারিয়া। আরও অভিনয় করেছেন রোদেলা জান্নাত, উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ডন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। আগামী ২২ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তির কথা রয়েছে।

Share this content:

Related Articles

Back to top button