জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রেমিকাকে নিয়ে তুরিনে রোনালদো, মেডিকেল সম্পন্ন

এবিএনএ : রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কচ্ছেদ করে নতুন ঠিকানায় ক্রিস্টিয়ানো রোনালদো, এ খবর এখন পুরোনো। ইতালিয়ান লিগ সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে সব প্রক্রিয়া শেষ করতে গতকাল রোববার তুরিনে পোঁছান সিআরসেভেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার প্রেমিকা।  আজ সোমবার জুভেন্টাসে মেডিকেল সম্পন্ন হয় রোনালদোর। এ মৌসুমে ১১৭ মিলিয়ন ডলারের বিনিময়ে মাদ্রিদ থেকে পাড়ি জমান তুরিনে। তুরিনে রোনালদো জুভেন্টাসের সমর্থকদের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। এ সময় সেলফি তুলে ভক্তদের আবদার মেটান তিনি। অনেকের জার্সিতে দিয়েছেন অটোগ্রাফও। ৩৩ বছর বয়সী রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরে ১৬টি ট্রফি ঘরে তুলেছেন। গোল করেছেন ৪৫১টি। রাশিয়া বিশ্বকাপেও রোনালদো একাই পর্তুগালকে নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ করেছেন ৪ গোল। রোনালদোর রিয়াল ত্যাগে এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ‘রিয়াল মাদ্রিদ কৃতজ্ঞতা জানাতে চায় রোনালদোকে, যিনি  প্রমাণ করেছেন নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে। এ ছাড়াও রোনালদো আমাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় পার করেছেন’। এক খোলা চিঠিতে রোনালদো তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘সময় এসেছে নতুন কাজের।’  গত মৌসুমেই জুভেন্টাসের বিপক্ষে তুরিনে বাইসাইকেল কিকে এক অসাধারণ গোল করেছিলেন রোনালদো। চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে স্বর্ণাক্ষরে এ গোলের কথা লেখা থাকবে। তুরিনের সেই ক্লাবেই এখন রোনালদোর নতুন ঠিকানা!

Share this content:

Related Articles

Back to top button