এ বি এন এ : ম্যানচেস্টার ইউনাইটেডে এক যুগ ধরে খেলছেন। আর প্রিমিয়ার লিগে অন্য ক্লাবের হয়ে খেলবেন না বলেও জানান তিনি। তিনি বলেন, ইংলিশ প্রিমিয়ার অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে জড়াবেন না।
শৈশবের ক্লাব এভারটনে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন রুনি। ২০০৪ সালে এভারটন ছেড়ে ম্যানইউতে যোগ দেওয়ার পর বেশ কয়েকবারই ক্লাব ছাড়ার কাছাকাছি গিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত ইংলিশ তারকার সঙ্গে নতুন চুক্তি করে রেড ডেভিলসরা। ২০১৩ সালে ব্লুজদের কোচ থাকাকালীন হোসে মরিনহোও রুনিকে স্ট্যামফোর্ড ব্রিজে ভাগিয়ে আনতে ব্যর্থ হন।
ওয়েইন রুনি ফাউন্ডেশন উদ্বোধনকালে রুনি বলেন, ‘ম্যানইউতে আমি এখন বেশ সুখেই আছি। ভবিষ্যতে যাই হোক না কেন, আমি অন্য কোনো প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে খেলবো না।’
ম্যানইউর জার্সিতে ববি চার্লটনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে আর মাত্র পাঁচ গোল দূরে রুনি (২৪৫)।
Share this content: