আন্তর্জাতিকলিড নিউজ

প্রিন্স ফিলিপকে ছাড়াই জন্মদিনের কনসার্টে রানি এলিজাবেথ

এবিএনএ : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ শনিবার নিজের ৯২তম জন্মদিন পালন করেছেন। জন্মদিনের উদযাপন অনুষ্ঠান শুরু হয় বাকিংহাম প্রাসাদে। আইরিশ গার্ডদের ব্যান্ড ‘হ্যাপি বার্থডে’ বাজিয়ে রানিকে শুভেচ্ছা জানায়। ১৯৫৩ থেকে ব্রিটেন শাসন করছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দেশটির ইতিহাসে তিনিই দীর্ঘ সময় ধরে রাজত্ব করার রেকর্ড গড়েছেন। রানির জন্মদিন উপলক্ষ্যে বিবিসি ওয়ান ও বিবিসি রেডিও ২ শনিবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে কনসার্টের আয়োজন করে। সন্তান প্রিন্স চার্লস, নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি, তার বাগদত্তা মেগান মের্কেলদের নিয়ে ওই কনসার্টে যোগ দেন রানি।

কিন্তু এসময় রানির স্বামী প্রিন্স ফিলিপ উপস্থিত ছিলেন না। গত ৪ এপ্রিল তার সার্জারি করানো হয়। এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনও হাজির ছিলেন না। সবকিছু ঠিক থাকলে কয়েকদিন পরই তৃতীয় সন্তানের জন্ম দেবেন কেট। বছরে দু’বার জন্মদিন পালন করেন রানি। একটি ২১ এপ্রিল। দ্বিতীয় জন্মদিনটি পালন করবেন আগামী জুনে।

Share this content:

Related Articles

Back to top button