জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

এবিএনএ : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬-এর ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হচ্ছে। মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ কোটায় ২২৫ টাকা করে পাবে।

মন্ত্রী বলেন, বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ সময় সাংবাদিকেরা জানতে চান, যেহেতু শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত ঘোষণা করা হয়েছে, তাহলে পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা কত দিন চলবে?

জবাবে মন্ত্রী বলেন, যত দিন পর্যন্ত মন্ত্রিসভা বিষয়টি অনুমোদন না দেয়, তত দিন পর্যন্ত চলবে। যেহেতু মন্ত্রণালয় ২০১৮ সালের মধ্যে বাস্তবায়নের কথা বলেছে, সুতরাং তাঁরা আশা করছেন—ওই সময়ের মধ্যে এটি হবে। মন্ত্রী বলেন, তারা এটি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার প্রাথমিক সমাপনীতে ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ ও এবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৮১ হাজার ৮৯৮ ও এবতেদায়িতে পাঁচ হাজার নয়শ ৪৮ জন। ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। পরের বছর শুরু হয় এবতেদায়ির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা।

Share this content:

Related Articles

Back to top button