ট্রাম্প সরলেও ইরানের পাশে বিশ্ব নেতারা

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইরান পারমাণবিক চুক্তি’ থেকে সরে আসলেও ইরানের পাশে আছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ইরান চুক্তিতে ট্রাম্প হুমকি দিলেও তারা ইরানের পাশে আছে।
শনিবার বিবিসি অনলাইন এ খবর জানায়। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে ট্রাম্প ইরান চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর দেশগুলো এমন প্রতিক্রিয়া ব্যক্ত করল।
দেশগুলো বলছে, চুক্তিতে তাদের জাতীয় স্বার্থ রয়েছে। আর ইউরোপীয় ইউনিয়ন বলছে, চুক্তি অবসানে শুধু একটি দেশ নয়, আরো অনেক কিছু সম্পৃক্ত।

ইরানে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র আগের তুলনায় আরো অনেক বেশি বিচ্ছিন্ন। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, একজন প্রেসিডেন্ট বার্ষিক বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তিকে নিজের মনে করতে পারেন কি?
তিনি (ট্রাম্প) জানেন না চুক্তিটি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নয়। এর সঙ্গে অনেক রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে বলেও মনে করেন হাসান রুহানি।
২০১৫ সালে ইরানের সঙ্গে ছয়টি আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। দেশগুলো হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শীতিল করতে চুক্তিটি সম্পন্ন হয়েছিল।
এদিকে শুক্রবার হোয়াইট হাউজে বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ইরানে ‘কট্টর শাসনব্যবস্থা’ চলছে বলে অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন । একই সঙ্গে তৃতীয় মেয়াদে আলোচিত ‘ইরান পারমাণবিক চুক্তি’ স্বাক্ষরে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

ইরান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে বলে অভিযোগ করে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান ইতোমধ্যে ২০১৫ চুক্তি লঙ্ঘন করেছে, ফলে দেশটির পারমাণবিক সক্ষমতার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পথ সহজ হয়েছে।
ইরানের চুক্তি লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অভিযোগ তুলেছেন বলেও জানান ট্রাম্প। মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, আমি অনেকবার বলেছি- ইরান চুক্তি ছিল সবচেয়ে খারাপ চুক্তি। যেটি অনেক বেশি এক পাক্ষিক, যা যুক্তরাষ্ট্র কখনই এর ভেতরে তুলিয়ে দেখেনি।
তিনি জানান, যাদের ভবিষ্যৎ পরিস্থিতি আরো বেশি সহিংসতা, সন্ত্রাসে সংশ্লিষ্ট, আমরা সেই পথে নেই। এর মধ্যদিয়ে ইরানের পারমাণবিক চুক্তি বাতিলের স্পষ্টতই হুমকিও দিয়েছেন তিনি।
Share this content: