
এবিএনএ : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকেও বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বদলে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে।আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পঞ্চম শ্রেণির বৃত্তির ফলাফল প্রকাশের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি সূত্রে জানা যায়, শিগগির নতুন নিয়মে প্রশ্নপত্রের কাঠামো চূড়ান্ত করে একাডেমির ওয়েবসাইটে দেওয়া হবে।একই সঙ্গে তা সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা একাডেমি। এর দেড় মাসের মাথায় আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।
Share this content: