জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকরা আমাদের লজ্জিত করছেন : শিক্ষামন্ত্রী

এবিএনএ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিজি প্রেসের কর্মচারীরা জড়িত। একই সঙ্গে কিছু শিক্ষক জড়িত রয়েছেন, যারা এ কাজের মাধ্যমে আমাদের লজ্জিত করছেন।’ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ও যে শতভাগ দুর্নীতিমুক্ত তা আমি বলব না। তবে দুর্নীতি কমাতে আমরা চেষ্টা করছি।’
বৈঠকে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন বলেন, দেশের যেসব জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে সেসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি লোকজন জড়িত।
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির কার্যক্রমসহ প্রতিটি সাধারণ কাজ অনলাইনভিত্তিক করে শিক্ষাব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধেরও পরামর্শ দেন দুদক কমিশনার।
এ ছাড়া প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস কীভাবে ঠেকানো যায়, এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Share this content:

Back to top button