প্রযোজককে সানি লিওনের স্বামীর হুমকি

এবিএনএ : শুটিং আগেই শেষ। এরপরও শয্যা দৃশ্য বাদ দিতে চান বলিউড অভিনেত্রী সানি লিওনের স্বামী ড্যানিয়েল। জানা গেছে, তিনি প্রযোজককে হুমকিও দিয়েছেন এ ব্যাপারে। সানি অভিনীত ছবি ‘বেইমান লাভ’-এর পরিচালক রাজীব চৌধুরী সম্প্রতি এই অভিযোগ প্রকাশ্যে বলেছেন। তিনি জানান, ড্যানিয়েলের চাপে পড়ে ওই ছবি থেকে দু’টো বেডরুম সিন বাদ দিতে আমি বাধ্য হয়েছিলাম, যদিও সেগুলো অ্যাস্থেটিক্যালি শুট করা হয়েছিল। ‘মাস্তিজাদে’ মুক্তির পর ওদের মনে হয়েছিল, সানি আর এ ধরনের দৃশ্যে অভিনয় করবেন না। আমাকে কী কী করতে হবে ইমেলে তার নির্দেশ দিয়ে রীতিমতো হুমকি দিয়েছিল ড্যানিয়েল। রাজীব আরও জানিয়েছেন, তিনি একাই ছবি প্রযোজনা করেন। তাকে ব্যাকআপ দেওয়ার মতো কোনও বড় প্রোডাকশন হাউজ নেই। ফলে ড্যানিয়েলের চাপে পড়ে তার বেশ কিছু টাকা ক্ষতি হয়। এসব কথা সবাই জানার পর বলিউডে সানি ও তার স্বামীকে ঘিরে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
Share this content: