এবিএনএ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন প্রয়োজন। না হলে ইসির সব উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।
মঙ্গলবার নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, “আমরা প্রবাসী ভোটের জন্য পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং বা প্রক্সি ভোটিং—যেকোনো একটি পদ্ধতি চালুর চিন্তা করছি। তবে রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া এ উদ্যোগের ফল পাওয়া যাবে না।”
তিনি বলেন, “ছোট পরিসরে হলেও আমরা যাত্রা শুরু করতে চাই। তবে রাজনৈতিক সমর্থন না থাকলে আমাদের সব প্রয়াসই নিষ্ফল হবে।”
সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসী ভোটের বিষয়টি ইসির অগ্রাধিকারে রয়েছে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টাও এই বিষয়ে জাতির কাছে অঙ্গীকার করেছেন। আমরা গণমাধ্যম ও রাজনৈতিক মহলে এ বিষয়ে আগ্রহ দেখেছি।”
তিনি জানান, কমিশন ইতোমধ্যে ইনহাউজ গবেষণা ও বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে উপযুক্ত পদ্ধতি চিহ্নিত করার চেষ্টা করছে। তবে দেশের সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
সেমিনারে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, সিপিবি, জেএসডি, ইসলামী আন্দোলনসহ ২১টি রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও গণমাধ্যম, কারিগরি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিইসি অংশীজনদের পরামর্শ চেয়ে বলেন, “আমরা চাই আগামী সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটের যাত্রা শুরু হোক।”