বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নরসিংদীতে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ২

এবিএনএ : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে  দুািজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এছাড়া ভাঙচুর ও ৩০/৩৫টি বসতঘরে অগ্নি সংযোগ করা হয়েছে।

নিহতরা হলেন- আরুশ আলী ও জয়নাল। তারা বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেদ সরকারের সমর্থক। সোমবার দুপুরে চরাঞ্চল বাঁশগাড়ীতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাশঁগাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা সিরাজুল হক এবং সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান সাহেদ সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে বাঁশগাড়ী আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান সাহেদ পরাজিত হওয়ার পর উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠে। নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংর্ঘষ হয়। সংঘর্ষে সিরাজুল হকের সমর্থকদের তোপের মুখে এলাকা ছাড়া হয় সাহেদ সমর্থকরা।

গত মাসে তারা গ্রামে ফেরার উদ্যোগ নেন। এ নিয়ে গত মাসে উভয়পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হন। ওই সময় প্রশাসনের তৎপরতায় উভয়পক্ষের দ্বন্দ্ব সাময়িকভাবে বন্ধ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। সোমবার আবার তারা সংঘর্ষ বাঁধায়। বেলা ১টার দিকে উভয়পক্ষ টেঁটা, বল্লম, দা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Share this content:

Related Articles

Back to top button