এবিএনএ : পটুয়াখালীর কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ শনিবার থেকে শুরু হয়েছে। রবিবার থেকে তিন দিনব্যাপী উপজেলার রাখাইদের পাড়ায় পাড়ায় রাতের আকাশে উড়বে ফানুস। চলছে রাখাইন নারীদের বিন্নি চালের নানা রকমের বাহারী পিঠা পুলি তৈরির ধুম। এ উৎসবকে ঘিরে প্রতিটি রাখাইনপাড়ার বৌদ্ধ বিহারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় রাখাইন সস্প্রদায় সূত্রে জানা গেছে, প্রবারণা উৎসবের অন্যতম আকর্ষণ প্রতিদিন সন্ধ্যার পর পরই রাতের আকাশে ফানুস উড়ানো। এতে আনন্দ উল্লাসে মেতে ওঠে রাখাইন সম্প্রদায়ের যুবকরা। এ ফানুস উড়ানো দৃশ্য দেখার জন্য বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার লোকজন রাখাইনপাড়াগুলোর আশেপাশে সমবেত হয়। তিন রাতে বিভিন্ন পাড়া থেকে অন্তত: শতাধিক ফানুস আকাশে উড়ানো হবে বলে আয়োজনকারীরা জানিয়েছেন।
গোড়া আমখোলা পাড়ার বিজয় রামা বিহারের ভিক্ষু উ-সুচিটা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এই দিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাখাইন বুদ্ধিষ্ট ওয়েল ফেয়ারের সভাপতি বাবু উথাচিন তালুকদার জানান, ফানুস উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কুয়াকাটাসহ উপজেলার ২৭টি পল্লীর রাখাইনরা এ উৎসব এক যোগে পালন করেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান জানান, এটি রাখাইনদের উৎসব হলেও বর্তমানে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ফানুস উড়ানো উৎসব উপলক্ষে প্রতিটি পাড়ায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হবে।