
এ বি এন এ : যুক্তরাষ্ট্র সফর শেষে আজ (৩০ সেপ্টেম্বর) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় সকাল সাড়ে ১০টায় ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে সজীব ওয়াজেদ জয় ও পুত্রবধূ ক্রিস্টিনা।
এদিকে, দেশে ফিরলে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু`পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাবেন।
Share this content: