জাতীয়বাংলাদেশলিড নিউজ

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

এবিএনএ : রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ২ ঘণ্টায় তা নিয়ন্ত্রণে আনে বলে সূত্র জানিয়েছে।
আজ রবিবার দুুপুর পৌণে ৩টায় বউবাজার টিনশেড বস্তিতে আগুন ধরে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, বস্তির একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন বউ বাজার বস্তি ছাড়াও পাশের মাছবস্তিতে ধরে গিয়েছিল।
ক্ষতিগ্রস্ত ছাফিয়া বেগম জানান, এই অগ্নিকাণ্ডে তার নিজের ১৫টি ঘর পুড়ে যায়। তার মেয়ে সুমি জানান, তার ৮টি ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সদস্য ঘটনাস্থলে যান। নিরাপত্তার জন্য ঘটনাস্থলে র‌্যাব পুলিশ মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা মহাখালী থেকে গুলশান ১ নম্বরে যাওয়ার রাস্তায় পানিবাহী গাড়ি রেখে সেখান থেকে পাইপে করে পানি কড়াইল বস্তিতে নিয়ে যায়। কড়াইল বস্তির দুইদিকে গুলশান লেক থাকায় অাগুন নিয়ন্ত্রণে বাধা পড়ে। প্রায় ৪০০ ঘর পুড়ে গেছে বলে স্থানীয়রা দাবি করেছে।
এর আগেও এই বস্তিতে আগুনের ঘটনায় অর্ধশতাধিক ঘর পুড়ে যায় এবং কয়েকজন আহত হয়।

Share this content:

Back to top button