
এবিএনএ: প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনে প্রবেশ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে জায়গা সংকুলান না হওয়ায় গণভবনে এই শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।
আওয়ামী লীগের নেতারা বলেছেন, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নয় শুধু মাত্র শুভেচ্ছা বিনিময় হবে। এছাড়া তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। আর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিবেন। বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, এটা মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নয় সৌজন্য সাক্ষাৎ।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের আজ সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে জায়গা সংকুলান না হওয়ায় স্থান পরিবর্তন করে গণভবনে সৌজন্য সাক্ষাৎতের সুযোগ দেওয়া হয়েছে।
Share this content: