
এবিএনএ : টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরের শুরুটাও হয়েছিল সিরিজ হার দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পরও টেবিলের তলানিতে ছিল টাইগাররা। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এক লাফে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে টিম টাইগার্স।
বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্ট শেষে আইসিসির হালনাগাদ পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে ৩ ম্যাচ খেলে এক জয়ে ১২ পয়েন্ট ও ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে টাইগাররা পাঁচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী একটি দল প্রতি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে।
বাংলাদেশের ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারত। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এখন বাংলাদেশের নিচে। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলঙ্কা (২৪ পয়েন্ট)। ৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।
Share this content: