
এবিএনএ : ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারপ্রধান হিসেবে তার ওই বক্তব্য পুরো জাতির জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারতকে যা দিয়েছেন তা তারা সব সময় মনে রাখবে। এর চাইতে নির্লজ্জ, অপমানজনক কোনো বক্তব্য জাতির জন্য হতে পারে না।’ একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে শুক্রবার আয়োজিত আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী অনেক কিছু দিয়ে দিয়েছেন। যতরকমের সুযোগ-সুবিধা দেওয়া যায় প্রধানমন্ত্রী তা অকাতরে দিয়েছেন। তাদেরকে করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্টসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর নিরাপত্তার ব্যাপারে সব কিছু করেছেন। তিনি দেশের বন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছেন। সবই দিয়েছেন, যা আপনি নিজে স্বীকার করেছেন। কিন্তু জাতীয় স্বার্থ উদ্ধার করার ব্যাপারে কোনো কিছুই করতে পারেন নাই। একটা বিষয়েও নিজের অর্জন দেখাতে পারেন নাই।’ এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনি কে, আপনি তো একা সেটা করতে পারেন না। এদেশের ১৬ কোটি মানুষের সব সম্পদ। ১৬ কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষায় আজকে আপনি আঘাত দিয়েছেন। এই আঘাতের প্রতিদান আপনাদেরকে তারা দিবে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তার জবাব দেশের মানুষ আপনাদের দেবে।’
খালেদা জিয়ার মামলা ও জামিন বিষয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, আইনি প্রক্রিয়ায় জামিনের জন্য তারা সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পেরে উঠছেন না। কারণ নিম্ন আদালত সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে। নানা রকম কৌশল অবলম্বনে জামিন বিলম্বিত করার চেষ্টা করছেন। তাই তার মুক্তির একমাত্র পথ হচ্ছে রাজপথ। এটা এখন তারা বুঝতে পারছেন। আইনি লড়াইয়ে খালেদা জিয়ার মুক্তি আসবে না। তার মুক্তি আসবে একমাত্র রাস্তায়। রাজপথের আন্দোলনে। অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক আবদুল্লাহ হিল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক ইনকিলাবের সহযোগী সম্পাদক মোবায়েদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
Share this content: