
এবিএনএ: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনা বাস্তবায়ন করা সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে আমার নৈতিক দায়িত্ব।’
সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী জাতিসংঘে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সমর্থন করে সেনাবাহিনী। সরকার সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়া দেবার আর সেই দায়িত্ব সেনাবাহিনীর। সেনাবাহিনী সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে। রোহিঙ্গাদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে ফেন্সিং করবে সেনাবাহিনী।’
Share this content: