খেলাধুলা

প্রধানমন্ত্রীর কোলে সাকিব-তামিমের সন্তানরা

এবিএনএ : আলাইনা ও আরহামের বয়স এখনো একের ঘরে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা হয়ে গেল তাদের। ওদের অবশ্য বোঝার বয়স হতে অনেক বাকি। কিন্তু আলাইনা-আহরামকে দেখা গেল প্রধানমন্ত্রীর কোলে। আলাইনার মা লিখছেন, “আলাইনা তার সঙ্গ খুব উপভোগ করেছে।” একটি অনুষ্ঠানে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রিত হয়ে গিয়েছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের পরিবার। আলাইনা সাকিবের একমাত্র মেয়ে। আর আরহাম তামিম ইকবালের একমাত্র ছেলে। অবশ্যই দুই সুপারস্টারের স্ত্রী ছিলেন তাদের সাথে। তাদের সূত্রেই ছবিগুলো পাওয়া। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির চারটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক প্রোফাইল পেজে। সেখানে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আনন্দেরই ব্যাপার। আলাইনা তার সঙ্গ খুব উপভোগ করেছে। দারুণ সময় কাটল। আলহামদুলিল্লাহ।” সাকিব পরেছিলেন পাঞ্জাবি-পাজাবা। শিশির ও আলাইনা সালোয়ার-কামিজ।  

তামিম ইকবালও ছিলেন পাঞ্জাবি-পাজামায়। ছেলে শার্ট-প্যান্টে। স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল সালোয়ার-কামিজ ও হিজাবে। আয়েশা তার প্রোফাইলে দুটি ছবি দিয়েছেন। একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলে দেখা যাচ্ছে আরহামকে। পাশে বাবা-মা। আয়েশা লিখেছেন, “প্রধানমন্ত্রীর সাথে দেখা করা খুব সম্মানের ব্যাপার। তার নাতির জন্মদিনের অনুষ্ঠানে সময়টা দারুণ কাটল।”

Share this content:

Related Articles

Back to top button