এবিএনএ: বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ৫ সিটি কপোরেশনের মেয়র-কাউন্সিলররা শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে শপথবাক্য পাঠ করান।
এ সময় ৫ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম। শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আজ সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুরের নবনির্বাচিত সিটি মেয়রগণ শপথ নেন। এরপর বেলা ১২টায় শপথ নেন রাজশাহী সিটির নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।
Share this content: