এবিএনএ : ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ টসে হেরে ফিল্ডিং করছে। বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় ঐতিহাসিক এ ম্যাচ।
বোলিংয়ে এসে প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হন লোকেশ রাহুল (২)। মধ্যাহ্ন বিরতির আগে ২৭ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৬ রান।
মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ব্যাটে তাদের অর্ধশত রানের জুটি আসে ৮৬ বলে। ১৯ তম ওভারে মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েও মুরালি বিজয়কে রান আউট করতে পারেননি। ওভারের তৃত্বীয় বলে ঘটে এ দুর্ঘটনা।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ : লোকেশ রাহুল, মুরালি বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।