এবিএনএ : দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকার। ৪৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসলেন।
চলতি মাসের শুরুতে চীন থেকে সংগ্রহকৃত দু’টি সাবমেরিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে ত্রিমাত্রিক নৌ শক্তি হিসাবে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। এই প্রেক্ষাপটে পারিকারের এই সফর ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি ভারতীয় বিশেষ বিমানযোগে কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এসে পৌঁছায়। পারিকারের সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর উপ প্রধানরা। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান তাদের অভ্যর্থনা জানান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটির সাথে সফররত ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানগণ যথাক্রমে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের বাহিনীসমূহের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাবমেরিন হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে চীনের কৌশলগত অবস্থানের প্রেক্ষিতে পারিকারের এই সফর গুরুত্ব বহন করছে। এই সফরে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার পাশাপাশি সামরিক হার্ডওয়্যার সরবরাহ, প্রাযুক্তিক সহযোগিতা, দুই দেশের সেনাবাহিনীর যৌথ অনুশীলন ও প্রশিক্ষণ উন্নয়নের বিষয়ে জোর দিবে পারিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী তার বিশেষ প্রতিনিধিদলসহ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে এবং এর পূর্বে তিনি তার সফরসঙ্গীগণসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকের সাথেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
সফররত ভারতীয় প্রতিনিধি দলের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী মাল্টিপারপাস কমপ্লেক্সে এক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার অয়োজন করা হয়েছে। উচ্চপর্যায়ের ভারতীয় এই প্রতিনিধিদল দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার নিজ দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।