আন্তর্জাতিক

প্রথম বৈঠকেই কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত

এ বি এন এ : বৃহস্পতিবার শপথগ্রহণের পর প্রথম বৈঠকেই রাজ্য সরকারি কর্মীদের মূল বেতনের একটা অংশ বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করল দ্বিতীয় তৃণমূল সরকার মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতনের ‘ব্যান্ড পে’ অংশের ১০ শতাংশ বৃ‌দ্ধি করা হল। বৈঠক শেষে ভরা সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে সকল রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি পুরসভা ও শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে।

এদিকে, নবান্নে গিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। প্রথমটি সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ। অপর দুইটি সিদ্ধান্ত হল রাজ্যের চা বাগানগুলির উন্নয়নের জন্য পৃথক একটি ডিরেক্টরেট গঠন। এই ডিরেক্টরেট কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অধীনে। তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো প্রশাসনিক বৈঠক ফের চালু করা।

Share this content:

Related Articles

Back to top button