আন্তর্জাতিকলিড নিউজ

প্রথম নারী পরিচালক পেল সিআইএ

এবিএনএ : জিনা হ্যাসপলকেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএর পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে সিনেট। এর মধ্য দিয়ে সিআইএ প্রধান হিসেবে প্রথমবারের মতো একজন নারীকে পেল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ৯/১১’র ঘটনায় বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশল ব্যবহারের জন্য আলোচিত ৬১ বছর বয়সী হ্যাসপল বৃহস্পতিবার সিনেটের ৫৪-৪৪ ভোটে সমর্থন অর্জন করেন। সিনেটের ভোটাভুটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হ্যাসপল ৯/১১ হামলার পর ২০০২ সালে থাইল্যান্ডে সিআইএর এক বন্দিশিবিরের দায়িত্বে ছিলেন। সিআইএ পরিচালক মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এর পরই দায়িত্ব গ্রহণ করভেন জিনা হ্যাসপল।

Share this content:

Related Articles

Back to top button