খেলাধুলা

প্রথম আইএসএসএফ আর্চারিতে চতুর্থ দিনে ২টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ

এবিএনএ : প্রথম আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে ২টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যাশা পূরণ করেছেন আর্চার হীরা মনি।
সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মহিলাদের রিকার্ভ একক ইভেন্টের ফাইনালে আজারবাইজানের রামোজামোভাকে ৬-৪ পয়েন্টে পরাজিত করেন হীরা। এরমধ্য দিয়ে দিনের প্রথম স্বর্ণ জেতান তিনি। অন্যটি পুরুষ কম্পাউন্ড বোতে আরেকটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতার ৯ ইভেন্টে অংশ নিয়ে ৭ টিতেই ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা।

Share this content:

Back to top button