এবিএনএ: বর্তমানে ব্যস্ততার কারণে সঙ্গীকে সেভাবে সময় দেওয়া হয়ে উঠছে না বহু মানুষের। সারাদিন কাজের পর আবার রাত জেগে টেলিভিশন দেখে ঘুমিয়ে অনেকেই বেলা করে ওঠেন। সে কারণে সঙ্গীকে একান্তে সময় ঠিক কখন দেবেন সে ব্যাপারে আলাদা করে ভাবনা থাকে না কর্মজীবী মানুষের। ফলে সময়মতো সঙ্গীর সংস্পর্শে না যাওয়ার ফলে ক্লান্তি নিয়ে দিন পার করেন অনেকেই।
‘বাসল’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কেবল সঠিক সময়ে যৌন মিলনই বাকি দিনটা করে তুলতে পারে মসৃণ। সম্প্রতি একটি সমীক্ষায় ‘ম্যাট্রেস অ্যাডভাইজর’ নামে একটি ওয়েবসাইট দেখেছে, কখন সঠিক সময়্ এক হাজার দম্পতির খুঁটিনাটি নিয়ে এই সমীক্ষাটি করা হয়। সেখানে দেখা গেছে, একেক দম্পতির স্বাচ্ছন্দ্য একেক সময়ে। কারো সন্ধ্যা, কারো আবার মধ্যরাত পছন্দের।
আর যৌন সম্পর্ক স্থাপনের সেই সময়ের উপরে নির্ভর করছে তাদের বাকি দিনের কর্মক্ষমতা। সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা গেছে ভোরবেলায় শরীরী মিলনের পথে হাঁটলে তারা সারাদিন চনমনে থাকছেন। সমীক্ষায় ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৫ শতাংশ নারী ভোরবেলায় মিলনের পক্ষে সমর্থন দিয়েছেন।
Share this content: