এবিএনএ : রাজধানীতে তদারকি বাড়াতে এলাকার সাংবাদিক, আইনজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষদের নিয়ে গঠন করা হবে সার্ভিলেন্স টিম। এই টিম পুলিশকে বিভিন্নরকম অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করবে।
বুধবার (৪ মে) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রত্যেক এলাকায় সাংবাদিক, আইনজীবীসহ সব পেশার মানুষের সমন্বয়ে সার্ভিলেন্স টিম নামে একটি কমিটি গঠন করা হবে। এই টিম এলাকায় নতুন কারা আসছেন, কারা মাদক ব্যবসা করছে, কারা বোমাবাজি করছেন এসব বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবে।’
এসময় তিনি ভাড়াটিয়ার তথ্য ফর্ম সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতোমধ্যে ৪০ লাখ ফর্ম সংগ্রহ করা হয়েছে। এখন সেই ফর্মের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। যে সব ফর্মের তথ্যে গরমিল রয়েছে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে অফিসাররা তদন্ত করবে।’
এদিকে রাজধানীকে নিরাপদ রাখতে গাড়িতে কাগজে সাঁটানো পুলিশ, সাংবাদিক, আইনজীবী লেখা আলগা স্টিকার ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।