বাংলাদেশরাজনীতিলিড নিউজ

আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: নাসিম

এবিএনএ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। অবৈধ অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসতে চাইলে আওয়ামীলীগ তা প্রতিহত করবে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ন্যায় বিচারের কথা বলেন অথচ ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জেলখানার মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা ছাড়াও ২১ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা-গুম-নির্যাতন করা হয়েছে। তারা তো এগুলোর কোন বিচার করেননি।
তিনি আরও বলেন, আগামী বছর বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন এমপি, মন্ত্রী বানানোর নির্বাচন নয়। এটি হবে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচানোর নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ মুক্তিযোদ্ধা-স্বাধীনতার চেতনা বিরোধীদের হাতে চলে যাবে।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা প্রতিহিংসার রাজনীতি করেন, তারা ক্ষমতায় এলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে ও নষ্ট হয়ে যাবে সব অর্জন। তাই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার আহ্বান জানান তিনি।
ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার নওশের আহমেদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।

Share this content:

Back to top button