বিনোদন
প্রতিদিন রাত ১০টায় আপনাকে গল্প শোনাবেন সানি!

এবিএনএ : গল্প শুনতে ভালবাসেন? আর সে গল্প যদি শোনান সানি লিওন, কেমন হয় বলুন তো? ঠিক এই সুযোগই আপনি পেতে পারেন প্রতিদিন রাত ১০টায়। ফোনে আপনাকে গল্প শোনাবেন খোদ সানি।
খোঁজ নিয়ে জানা গেছে, সানি অভিনয়ের পাশাপাশি বইও লিখছেন। ‘জুগারনট’ নামের একটি অ্যাপে ডিজিটালি সেই বই প্রকাশ পেয়েছে। যার নাম রাখা হয়েছে ‘সুইট ড্রিমস।’ এই অ্যাপ ডাউনলোড করলেই প্রতি রাতে শুনতে পাওয়া যাবে সানির গল্প।
সানির কথায়, ‘‘আইডিয়াটা আমার খুব ভাল লেগেছে। এ ভাবে খুব সহজে দর্শকদের কাছে পৌঁছানো যাবে। আশা করছি একটা ভাল অভিজ্ঞতা হবে।’’
এ ব্যাপারে জানতে চাইলে সানি লিওন জানান, পুরুষ, মহিলা সকলের মানসিকতা থেকে বিষয় ভেবে গল্প লিখছেন তিনি। মানুষের অনুভূতি, আশা- এ সব কিছু নিয়েই গল্পের জাল বুনেছেন তিনি।
Share this content: