আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রের ভারমন্টে গভর্নর প্রার্থী ১৪ বছর বয়সী স্কুলছাত্র!

এবিএনএ: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভারমন্ট অঙ্গরাজ্যে আজ প্রাথমিক প্রার্থী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত ভারমন্ট অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ বছর বয়সী ইথান সনর্বন নামের এক স্কুলছাত্র। ভারমন্টে গভর্নর প্রার্থী হিসেবে নির্বাচনে আসা নিয়ে সনবর্ন বলেন, নতুন প্রজন্মের নেতৃত্ব আমাদের অঙ্গরাজ্যের জন্য আরো ভালো কাজ করতে পারবে। তাড়াছা ২০১৮ সাল হচ্ছে এমন একটি বছর যেখানে সব স্তরের মানুষ, যে অংশের মানুষ সাধারণত রাজনীতিতে জড়ান না, তারাও এবার নির্বাচন করছেন এবং আমিও তাদেরই একজন।

Share this content:

Related Articles

Back to top button