বিনোদন

প্রকাশ হল ‘অন্তর জালা’র টিজার (ভিডিওসহ)

এবিএনএ : প্রকাশ হল মালেক আফসারি পরিচালিত অন্তর জালার টিজার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির টিজার ইউটিউবে প্রকাশিত হয়।

জানা গেছে, ছবির কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী জায়েদ-পরীর অভিনয় খুবই প্রশংসিত হয়েছে সেন্সর বোর্ডে। এমনকি এই ধরণের কাহিনী এবং পরিস্ফুটন দীর্ঘদিন পর দেখেছেন বলে জানিয়েছেন তারা। এছাড়া এই ছবিতে পরীর অভিনয় বিশেষ নজর কেড়েছে বলেও জানা গেছে।

এই প্রসঙ্গে পরীমণি বলেন, এই ছবিতে আমার চরিত্র ছিল খুবই চ্যালেঞ্জিং। নিজের অভিনয়ের সেরাটা ঢেলে দিয়ে এই ছবিতে কাজ করেছি। বাকিটা দর্শকরাই বিচার করবেন।

Share this content:

Related Articles

Back to top button