আন্তর্জাতিকলিড নিউজ

প্যারিসে ছুরি হামলায় আহত ৭

এবিএনএ: ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তি ছুরি ও লোহার রড নিয়ে লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে দুই ব্রিটিশ নাগরিকসহ সাতজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে শহরের উত্তর-পূর্ব দিকে ১৯তম আরোঁদিসেমেন্ট একটি খালের পাড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। লা প্যারিসিয়েঁ ও এএফপির বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা স্থানীয় জানিয়েছে, আহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন একটি সিনেমা হলের কাছে ওই হামলার ঘটনা ঘটে। লা প্যারিসিয়েঁ জানিয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে আফগানিস্তানের নাগরিক। বিবিসির খবরে বলা হয়েছে, হামলাকারী হঠাৎ করেই এমকে২ সিনেমা হলের পাশে প্রথমে দু’জন পুরুষ ও একজন নারীর ওপর হামলা চালায়। তাকে থামাতে সেখানে পেতানকিউ খেলারত কয়েকজন তার দিকে বল ছুঁড়তে থাকে। ওই ব্যক্তি পরে আরো দু’জন ব্রিটিশ নাগরিকের ওপর হামলা করে পালিয়ে যায়।প্যারিসের আইন কর্মকর্তার অফিস ঘটনার তদন্ত করছে। আহত সাতজনের মধ্যে ওই হামলাকারীও আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, প্যারিসে বিগত কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এরমধ্যে বড় ধরনের হামলার ঘটনাও রয়েছে কয়েকটি। ২০১৫ সালের ১৩ নভেম্বর সেখানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত এবং ৩৫০ জনেরও বেশি আহত হয়। তবে ওই বছরের পর সেখানে বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি।

Share this content:

Back to top button