আন্তর্জাতিকলিড নিউজ
প্যারিসে আততায়ীর ছুরি হামলায় নিহত ১, আহত ২

এবিএনএ: ফের সন্ত্রাসী হামলা প্যারিসে। বৃহস্পতিবার সকালে প্যারিস থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ট্র্যাপেস শহরে ঘটেছে এই হামলা। প্রকাশ্যে হঠাৎ করেই এক ব্যক্তি এলোপাথারি ছুরি চালাতে থাকে। ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অতর্কিত সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সুযোগে রাস্তার পাশে একটি বহুতলে লুকিয়ে পড়ে আততায়ী। যদিও পরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। সেই আততায়ীর
এলোপাথারি ছুরির আঘাতে আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ জানিয়েছে, হামলা চালানোর সময় ‘আল্লাহ আকবর’ বলে স্লোগান দিচ্ছিল সেই আততায়ী। এর থেকেই অনুমান করা হচ্ছে কোনও ইসলামিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
Share this content: