আন্তর্জাতিক
প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সন্ত্রাসী হামলা

এবিএনএ : প্যারিসের ল্যুভর মিউজিয়ামে চাপাতি হাতে এক লোক সন্ত্রাসী হামলার চেষ্টা করেছে। পরে পুলিশ তার ওপর গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, চাপাতি হাতে এক লোক সৈন্যদের এক টহল দলের ওপর হামলার চেষ্টা করে।
লোকটি ল্যুভ মিউজিয়ামের শপিং সেন্টারে প্রবেশের চেষ্টা করছিল। তখন সৈন্যরা তার ওপর গুলি চালায়। তার তলপেটে গুলি লেগেছে। চাপাতির হামলায় একজন সৈন্যও আহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে গুরুতর বলে বর্ণনা করছে। হামলার সময় ল্যুভ মিউজিয়াম দেখতে আসা লোকজনকে মাটিতে বসে পড়তে বলা হয়। ফরাসি প্রধানমন্ত্রী এই হামলাকে ‘সন্ত্রাসবাদী প্রকৃতির’ বলে বর্ণনা করেছেন। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি ব্যাগ ছিল। তবে সেগুলোতে কোন বিস্ফোরক পাওয়া যায়নি। হামলার সময় ল্যুভর মিউজিয়ামের ভেতর প্রায় আড়াইশো দর্শনার্থী ছিল। নিরাপত্তা তল্লাশির পর তাদের পর্যায়ক্রমে সেখান থেকে বের করে আনা হচ্ছে। পুলিশ জানায়, হামলাকারীর দিকে সৈন্যরা পাঁচ রাউন্ড গুলি চালায়।
Share this content: